ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে এজিএস পদপ্রার্থী আশিকুর রহমান এখন ক্যাম্পাসের Certified Gen-Z Rockstar। ইংরেজি বিভাগের স্টুডেন্ট, কিন্তু ইংরেজি দিয়ে বড় কোনো কাব্য করেননি—বরং এমন ইশতেহার বানিয়েছেন যেটা দেখে মনে হবে, “এ লোকটা আসলেই আমাদের টিমের।”
প্রার্থীরা সাধারণত পোস্টার ছাপিয়ে “ছাত্রদের অধিকার প্রতিষ্ঠা করব” এই টাইপ ফালতু লাইন দিয়ে যায়। আশিকুর রহমান সেটা না করে একেবারে র- ইমোশন + মিম কালচার দিয়ে ঢুকলেন। বললেন:
👉 প্রথম ডিমান্ড? অ্যাটেনডেন্স মার্ক বাদ!
ওনার ভাষায়: “Why should I waste hours in boring lectures just for ৫ মার্ক? Attendance is basically a hostage situation.”
মানে এই লোকটা প্রথম দিনেই ক্লাস টিচারদের সাথে WWE ম্যাচ ধরতে চায়।
👉 অন্য প্রার্থীরা বলছে আন্দোলন করবে, মিছিল করবে—কিন্তু আশিকুর রহমান বলছে, “ভাই তোমরা সমস্যা বলবা, আমি গিয়ে মারামারি করব। তোমরা meanwhile পপকর্ন নিয়ে সোফায় বসে Netflix দেখবা।”
👉 ছাত্রীদের নিরাপত্তা, ধর্ম পালনের স্বাধীনতা, কালচারাল ফ্রিডম—এসবও রেখেছে ইশতেহারে। কিন্তু সবচেয়ে বড় টুইস্ট:
সে গ্যারান্টি দিয়েছে—কোনো ফিনান্সিয়াল কেলেঙ্কারি করবে না, নারী কেলেঙ্কারি করবে না, আর ভাই-ব্রাদার গ্যাংস্টা কোরামেও যাবে না।
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এগুলো Legendary Rare Pokemons।
👉 এনিমে লাভারদের জন্য স্পেশাল অফারও আছে—
সে বলেছে: “If you’re an Otaku, you must vote for me. This is literally canon.”
মানে, ভোটের বাজারেও এখন ওটাকুদের জন্য আলাদা Manifesto!
👉 তবে ভোট না দেয়ার কারণও নিজেই বলে দিয়েছে—
মধ্যরাতে কোনো সমস্যায় পড়লে ওকে ডাকবেন না।
কারণ সে রাত ১১টায় ঘুমিয়ে যায়।
মিডনাইট ইস্যু? “Call the Proctorial team, not me.”
অসাধারণ সেলফ-অওয়ারনেস।
👉 আর যদি সিলেটের পাথর চুরির মতো কাজে একমত হয়ে “চলো ভাগ করি” ভেবে থাকেন—তাহলে আশিকুর রহমানকে ভোট দেওয়ার দরকার নাই।
সে এই টাইপ লেনদেন সহ্য করতে পারে না।
সবচেয়ে ভাইরাল হয়েছে তার পোস্টার।
সিগারেট হাতে ছবি। কোনো ভান নাই।
কেউ বলল, “এই ছবি দিও না, ভোট কমে যাবে।”
সে রিপ্লাই দিলো: “ভোট কমে গেলে কমুক। If I don’t respect myself, who will?”
এই জবাবেই বোঝা যায়—ভাইয়া ক্যাম্পাসে শুধু প্রার্থী না, একদম Main Character Energy নিয়ে নামছে।
👉 সারকথা:
আশিকুর রহমান basically এমন একজন ক্যান্ডিডেট, যার ইশতেহার পড়ে মনে হয়—এটা ডাকসু না, এটা আসলে Netflix-এর “Student Politics but make it Comedy Special।”