Anwar TV

বাংলাদেশে একটা নতুন ফ্যাশন চলছে—“ফকিন্নির বাচ্চা” বলে গালি দেওয়া।
মনে হয় যেন এটা নোবেল প্রাইজ লেভেলের ইনসাল্ট।

কিন্তু আসল OG ফকিন্নির বাচ্চারা কারা জানো?
যারা জুলাই গণঅভ্যুত্থানে লাশ হলো।
১৬৮ জন পথশিশু শহীদ—এরা কিন্তু আসলেই Hard Mode Player ছিল।
কেউ আবার চোখে গুলি খেয়ে দৃষ্টিশক্তি হারিয়েছে—৯ বছরের বাচ্চা, মানে Pokémon খেলাই শেষ, সব শেষ।

কারওয়ান বাজার থেকে শুধু এক ব্লকে ৪৩ জন পথশিশুকে ধরে মেরেছে।
এরা কিন্তু সবার প্রিয় “Rent-a-Crowd”—
কিছু লোক খাবারের লোভ দেখায়, ৫০-১০০ টাকা দিয়ে মিছিলে নেয়।
তারপর আবার পুলিশে দিলে বোনাস মার।
একেবারে VIP টিকেট!

অন্যদিকে শ্রমজীবী মানুষরাই আসল হিরো ছিল।
রিকশাওয়ালা, ট্রাকড্রাইভার, গার্মেন্টস কর্মী—কমপক্ষে ২৮৪ জন গরিব মানুষ শহীদ হয়।
মানে জুলাই মুভির আসল হিরোরা গরীব,
কিন্তু সিনেমার লাভটা গেছে শার্ট-প্যান্টওয়ালা প্রোডিউসারদের হাতে।

এক বছর পর রিপোর্ট বের হলো—
দেশে এখন প্রতি চারজনের একজন গরিব।
মানে আমরা সবাই মিলে “Who Wants to be a Millionaire” না খেলেই “Who Wants to be a Fakir” খেলতেছি।
আরো ১৮% পরিবার স্ট্যান্ডবাই মোডে আছে—যেকোনো দুর্যোগে গরিব হওয়ার জন্য প্রস্তুত।
এটা Netflix সিরিজ না, এটাই আমাদের ইকোনমি।

কিন্তু মজার বিষয়:
জুলাইয়ের আগে যারা “সারাদিন হাঁ করে ছিল”, পরে দেখি তাদের জীবন একেবারে 4K Ultra HD হয়ে গেছে।
কোথায় ছিল, কোথায় গেল—জুলাই তাদের জন্য ব্ল্যাক ফ্রাইডে সেল!

অন্যদিকে যারা রক্ত দিল, তারা আজও একই জায়গায়।
কোনো ছাদ নাই, ভাত নাই, কাপড় নাই, স্কুল নাই—শুধু “গালি ব্র্যান্ডিং” আছে।

এখনকার পলিটিক্স হলো:
👉 “ফকিন্নির বাচ্চা” বলে গালি দেওয়া।
👉 তারপর সেই গালিতে অপমানিত হয়ে রাগে-ক্ষোভে নিজেকে “বড়লোকের বাচ্চা” প্রমাণ করার চেষ্টা করা।

মানে রাজনীতির মূল ম্যানিফেস্টো হলো:
“তুই ফকিন্নি না, আমি ফকিন্নি? লড়াই চলুক।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *