Anwar TV

কিছুদিন আগে আর্জেন্টিনা যখন পোল্যান্ডকে ২-০ গোলে হারাল, তখন শুধু মাঠেই নয়, হাজার হাজার মাইল দূরে বাংলাদেশেও যেন উৎসবের ঢেউ বয়ে যায়। মধ্যরাত হলেও আর্জেন্টিনা সমর্থকরা দেরি না করে রাস্তায় নেমে আসেন। আতশবাজি, গান আর নাচে তারা প্রিয় দলের জয় উদযাপন করেন একেবারে বাঁধভাঙা উল্লাসে।

এই আবেগ ফিফার চোখ এড়ায়নি। আর্জেন্টিনা জাতীয় দল, তাদের কোচ এমনকি আর্জেন্টিনা প্রফেশনাল লিগ কর্তৃপক্ষও বিশেষভাবে উল্লেখ করেছে বাংলাদেশি সমর্থকদের কথা। নিয়মিতভাবেই আন্তর্জাতিক সংবাদমাধ্যমে উঠে আসছে মেসি-ভক্ত বাঙালিদের উন্মাদনা।

এমনকি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) তাদের অফিসিয়াল টুইটার পেজে বাংলাদেশের ভক্তদের ছবি শেয়ার করে লিখেছে—“তারা আমাদের মতোই উন্মাদ।”

বাংলাদেশি ভক্তদের প্রতি আর্জেন্টাইনদের কৃতজ্ঞতা ও ভালোবাসা শুধু কথার মধ্যে সীমাবদ্ধ নেই। এবার সেই ভালোবাসার প্রতিদান দিতেই আর্জেন্টিনার একজন ভক্ত খুলে ফেলেছেন এক অনন্য ফ্যান গ্রুপ। নাম দিয়েছেন—“Fans Argentinos de la Selección de Cricket de Bangladesh” (বাংলাদেশ ক্রিকেট দলের আর্জেন্টাইন সমর্থক)।

অর্থাৎ, মেসি–ম্যারাডোনার দেশ থেকে এবার সমর্থন ফিরছে বাংলাদেশের ক্রিকেটে। পৃথিবীর এক প্রান্তের উন্মাদ বাঙালিদের খোঁজ পেয়ে, আর্জেন্টাইন ভক্তরা এবার নিজেদের মতোই পাগলামি ঢেলে দিচ্ছেন টাইগারদের জন্য।

বাংলাদেশ–ভারত ম্যাচে বাংলাদেশের দুর্দান্ত জয়ের পর সেই গ্রুপেও চলে উচ্ছ্বাস। ক্রিকেট দলের প্রতি সমর্থন জানিয়ে সদস্যরা শেয়ার করেছেন তামিম ইকবাল ও লিটন দাসের প্রোফাইল লিঙ্ক। এমনকি ২০২০ সালে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে বাংলাদেশ যুব দলের ঐতিহাসিক জয়ের ভিডিওও সেখানে আপলোড হয়েছে।

বাংলাদেশ সময় ২ ডিসেম্বর রাত ১০টার দিকে খোলা এই গ্রুপে ইতোমধ্যেই সদস্য সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৭০ হাজারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *