এআই আসার পর বাঙালীর টপ চাহিদাগুলো
এআই আসার পর থেকেই বাঙালীর মাথায় শুধু একটাই চিন্তা—এটা আমার হয়ে কী কী করে দিতে পারবে? তাই আমরা লিস্ট বানিয়ে দিলাম, এখনই বুঝে যান—
১। মশারি টানানো নিয়ে স্বামী-স্ত্রী/রুমমেটের আজীবন কলহ? এআই এসে মশারি টেনে দিবে—আপনার কাজ শুধু মশার কয়েল জ্বালানো।
২। বিয়ে করবেন আপনি, কিন্তু গেটে দাঁড়িয়ে লাফালাফি করে সালামি তুলবে এআই।
৩। বাজারে গেলেই পচা মাছ ধরিয়ে দেয়? এআই থাকতে সেটা হবে না—ফ্রিজ থেকে আইসক্রিম বের করার মতো তাজা মাছ তুলে দেবে আপনার ঝুড়িতে।
৪। ক্রাশকে কিছু বলতে পারছেন না? এআই গিয়ে আপনার হয়ে প্রোপোজ করবে, পরে ডাম্প করলে দুঃখটাও ও-ই সামলাবে।
৫। গ্লাস ভাঙবেন আপনি, কিন্তু মায়ের বকাঝকা শুনবে এআই—আপনি তখন কানে হেডফোন লাগিয়ে ঘুম।
৬। জিমে ভর্তি হয়েছেন, কিন্তু ব্যায়াম করছেন না? এআই ট্রেডমিলে দৌড়াবে—মেদ ঝরবে আপনার শরীর থেকে।
৭। বন্ধুদের ব্রেকআপ? কান্নাকাটি শোনার দায়িত্ব এআই-এর, আপনার দায়িত্ব শুধু ট্রিট খাওয়া।
৮। ডেটে যাবেন আপনি, কনডম কিনে দেবে এআই—লজ্জা ফ্রি, সেফটি গ্যারান্টি।
৯। বন্ধু ধার নিয়ে গায়েব? টাকা খুঁজে এনে দেবে এআই—সাথে বন্ধুকেও আনবে, যদি চান।
১০। রাজনীতি করবেন আপনি, কিন্তু খালেদ মুহিউদ্দীনকে সামলাবে এআই।
১১। বার্গার, ফ্রাইড চিকেন, কোক… সব খাবেন আপনি, কিন্তু গ্যাস্ট্রিক হবে এআই-এর।
১২। জামাত করবেন আপনি, কিন্তু ৭১-এর দায়টা বইবে এআই।
