কলকাতায় আওয়ামী লীগ অফিস! রাজনৈতিক মহলে চাঞ্চল্য

কলকাতা ডেস্ক:
দক্ষিণ কলকাতার এক অ্যাপার্টমেন্টে আচমকাই চালু হয়েছে আওয়ামী লীগের নতুন ‘ওয়েস্ট বেঙ্গল চ্যাপ্টার অফিস’। কেক কাটার শব্দ শুনে প্রথমে পাশের ফ্ল্যাটের বাসিন্দারা ভেবেছিলেন, নিশ্চয়ই নতুন কোনো বিয়ে বাড়ি। কিন্তু পোস্টারে লেখা—“বাংলাদেশ–ভারত মৈত্রী: মমতাহীন বঙ্গ” দেখে সবার চোখ কপালে।

রাত গড়াতেই অ্যাপার্টমেন্ট চত্বর কাঁপিয়ে ওঠে স্লোগান: “জয় বাংলা” আর “চলো চলো দিল্লি চলো”। তখনই স্থানীয়রা বুঝতে পারেন, এটা বিয়ে নয়—নতুন ধাঁচের রাজনীতি!

বিজেপি সূত্রে খবর, খুব শিগগিরই গঠিত হতে যাচ্ছে “জয় বাংলা-বন্দেমাতরম ঐক্য মঞ্চ”। এক বিজেপি নেতা (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন,

“বাংলাদেশে ভোটের আগেই ফল ঘোষণা, বিরোধীকে দেশছাড়া করা—এসব দারুণ স্কিল। মমতাকে হারাতে এগুলো আমাদের দরকার।”

আওয়ামী লীগের কলকাতা শাখার সাংগঠনিক সম্পাদকও মুখ খোলেন:

“আমাদের মাইক্রোফোন আছে, মিছিল আছে, মেমোরেন্ডাম আছে। শুধু একটু লাঠি-সন্ত্রাসের কনটেক্সট অ্যাডজাস্ট করতে হবে।”

অন্যদিকে মমতা ব্যানার্জির পাল্টা পদক্ষেপও নাকি তৈরি—জামাতের “হিন্দুস্তানী শাখা”র সাথে নাকি চলছে গোপন আঁতাত। সাংবাদিকদের উদ্দেশে দিদির হুঁশিয়ারি,

“এরা যদি এখানে বাংলাদেশি স্টাইলে ভোট চালু করে, আমি নিজেই ঢাকায় গিয়ে তৃণমূলের শাখা খুলব।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যদি এই জোট সফল হয়, তবে পশ্চিমবঙ্গের রাজনীতিতে দেখা যাবে একেবারে নতুন মডেল—“টপ-ডাউন রেজিম চেঞ্জ”। যেখানে ভোটের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে পোস্টার আর পদযাত্রার সংখ্যা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *